খিল খুলে দিলে
- নাহিদ সরদার

খিল খুলে দিলে প্রচুর দারিদ্র্যতা চোখে পড়বে
এই ঘরে এক কোণে মাটির বড় কলস
যাতে ভরা আছে ন্যাপথলিন মাখানো কিছু কাপড় পুরাতন
উইপোকায় কাটা কাচের ফ্রেম- কাদের স্মৃতি যাবে না জানা
বেয়ে পড়া পানির দাগ দেয়ালে
হয়তো কিছু বাদুড় উড়ে যাবে

খিল খোলা হয়না বহুৎ বছর- যদি আলো এসে ভরে যায়।


১৭-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।