জন্ম-মৃত্যু একই সূত্রে
- ফয়েজ উল্লাহ রবি ১৭-০৯-২০২৪

সময় যখন ডাক পাড়িবে যাবেনা আর থাকা
কতোই আড়াল যতোই দূরে- প্রাণ ধরে রাখা।
আসবে তখন মৃত্যু-ই দূত
হয়ে যাবে তুমি যে ভূত,
জন্ম-মৃত্যু একই সূত্রে; বাকী সবই ফাঁকা।

০২ সেপ্টেম্বর ২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।