বিচিত্র এই পৃথিবী
- ফয়েজ উল্লাহ রবি
ছুঁয়ে দিলে মনের জমিন ফল ফলাইয়া ফলে,
বিনা সারে অপার সৃষ্টি শুধুই বৃষ্টির জলে।
*
অবিনশ্বর আখেরাত' আর নশ্বর ধরা নিয়ে ব্যস্ত
লোভের নায়ে সঁপে জীবন জাহান করো অধীনস্থ।
*
জীবন গড়তে জাগ্রত বোধ নুরের ছোঁয়ায় এসো
মানবতাবাদের বাণী অন্তরে ধারণ করে বসো।
*
অন্তহীন এই আকাশগঙ্গা ছায়াপথ অন্তহীন তার রব
ছোট্ট একটা গ্রহ মাত্র! এই পৃথিবী তাতেই সরব।
*
একলা একা শূন্য হাতে এই পৃথিবী আসা
যাবে শূন্য হাতে যতোই থাকুক ভালোবাসা।
০২ সেপ্টেম্বর ২০২৩
১৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।