বিচিত্র এই পৃথিবী-দুই
- ফয়েজ উল্লাহ রবি

অন্তহীন পৃথিবী অন্তক মানুষ এবং তার চরিত্র
কতো ভয় কিংবা দুঃস্বপ্ন বদলায় মানুষ তার মহত্ত্ব।
*
আমার আমিটাও আজ হারালো লোভ লালসার জলে,
হাজার মন্দের ভিড়ে যে এক কেমনে থাকে ভালোর দলে।
*
যা দেখি তা আমারতো নয় আমি আগন্তুক,
কীসের তোমার বাহাদুরি র'বের সামনে মূক।
*
সৃষ্টির সেরা মানব কিন্তু অতি ক্ষুদ্র জীব,
অহমিকায় ভরা মানুষ মিছে মোহে সজীব।
*
নশ্বর পৃথিবীতে ভুলে অবিনশ্বর জীবন
কেমনে ঘুমাও কেমন করে শান্ত তোমার মন।

০২ সেপ্টেম্বর ২০২৩


১৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৮-০৯-২০২৩ ২২:৫৪ মিঃ

ভালো লাগলো বন্ধু ! খুবই সমৃদ্ধ ভাবনা !

ফয়েজ উল্লাহ রবি
১৯-০৯-২০২৩ ০১:২৮ মিঃ

অজস্র ধন্যবাদ শুভেচ্ছা শুভ কামনা রইল। ভালো থাকবেন।