এই সীমাহীন নির্জনতায়
- নাহিদ সরদার
এই সীমাহীন নির্জনতায় খসে গেল পরিধেয় সব
কালোর উপরে পরিস্ফুট সাদা রঙের মতো
প্রকাশিত হলো আমার মলিনতা
নির্জনতার কাছে পরাহত আমি
হস্তমৈথুন শেষ করে কী হয় আমাদের?
এই সীমাহীন নির্জনতায় জ্বলে উঠলো রাত
আইভরির মতো বিত্তশালী রূপে
জেগে উঠল আমার কবিতা
নির্জনতার কাছে ঋণী আমি
একটা কবিতা দাম পেলে কী হয় কবির?
১৯-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।