প্রেমের মর্ম কথা
- ফয়েজ উল্লাহ রবি
উৎকণ্ঠাতে কাটবে জীবন যদি ধোঁকা দিয়ে থাকো,
চলবে যুদ্ধ মনের মাঝে ব্যথার ঔষধ যতোই মাখো।
*
চুপে-চুপে মনের ঘরে ডাকু দিলি তুই,
শূন্য হয়ে পূর্ণতার আশ তোকেই শুধু ছুঁই।
*
প্রেম বিরহের কথাগুলো পড়ছে মনে খুব,
সুখ স্মৃতি আজ ভুলের খাতায় কাঁদায় চুপে চুপ।
*
মন দিয়েছি যাকে সঁপে সে দেয়না তো সময়,
ভালোবেসে কাছে এসে; কেউতো আমার নয়।
১১ সেপ্টেম্বর ২০২৩
১৯-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।