প্রেমের মর্ম কথা-দুই
- ফয়েজ উল্লাহ রবি ১১-১০-২০২৪
আমার সরল রেখার চিন্তা ধারায় উতরে উঠে ঢেউ,
স্রোতস্বিনী ব্যথার স্মৃতি বুকে নিলোনা তো কেউ।
*
ভালো প্রেম আর মন্দ প্রেম এক; নয়তো সখি কভু,
প্রেমিক গলদ প্রেমতো সঠিক প্রেমের দোষ দেয় তবু!
*
অধীন করে প্রেমের মানুষ শান্তি মনে নাই,
মুক্ত পাখি উড়তে বাকী আকাশ কোথায় পাই।
*
বীণার তারে জীবনের সুর বাজে তাক ধিনা ধিন,
কান্নার যতো মনের ক্ষত - হয়েছে তার অধীন।
*
জীবন মর্ম সফল কর্ম আনে সুখের দিন,
দুঃখ যতো দূরে গিয়ে বাজে সুখের বীন।
১০ সেপ্টেম্বর ২০২৩
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।