অনুগ্রহ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১৭-০৯-২০২৪
কি দেবে কি দেবে না
জানতে চাইনা তার হিসাব,
শুধু আমায় দয়া করো
দাও মুছে দাও সকল পাপ।
চাইনা জগৎ বাদশা হতে
যশ খ্যাতি কুর্নিশ সেলাম,
চাই হতে চাই ওগো প্রভু
শুধুই তোমার যোগ্য গোলাম।
স্বর্গ নরক কোন ঠিকানায়
জানার মোটেও নেই আগ্রহ,
চাই শুধু সন্তুষ্টি তোমার
প্রেম প্রীতি আর অনুগ্রহ।।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।