নির্জনতার নির্বাক নির্বাসন
- নাহিদ সরদার
না আমি এই রাষ্ট্রের কোনো
অসংগতি নিয়ে লিখবোনা
যদিও আমার সত্তায় লেখকের সব গুণাবলি আছে
আমিও অন্যান্য লেখকের মতো
সাধারণের অদেখা বিষয়গুলো দেখি
দিতে পারি পরিবর্তনের চিঠি
আমিও রাষ্ট্রের চোখে মেলে দিতে পারি তার দীনতা- হীনতা।
প্রবল ঘ্রাণ শক্তি আছে আমার
পঁচার আগেই টের পাই
তবুও বৃদ্ধ কুঁকড়ানো কবিদের মতো ঘ্রাণহীন সময় পার করতে চাই
না - এই রাষ্ট্রের পঁচা গন্ধ নিয়ে কোনো কবিতা লিখবনা
কারণ এই রাষ্ট্র বহু বছর আগে দিয়েছে নির্জনতার নির্বাক নির্বাসন
তাই আমি এখন নদী ও প্রকৃতির কবিতা লিখি।
২১-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।