ভুল মানুষের সাথে
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ০২-১২-২০২৩

জীবন চলার পথে ভুল মানুষের সাথে
করেছিলাম প্রেম সখ্যতা,
আজ স্মৃতির পাতায় হিসাবের খাতায়
দেখি হৃদয়ের যত ব্যথা।

যারে ভেবেছি আপন সে ভেঙ্গেছে পণ
পেতেছে প্রতারণার ফাঁদ,
ভিখারীর বেশে এসে অত:পর বেলা শেষে
দিয়েছে হৃদয়ে আর্তনাদ।

সহস্র নিদ্রা জাগি করেছি সুখের ভাগী
দিয়েছি সুখের ঠিকানা,
অকারণে অহেতুক ভেঙ্গেছে আমার বুক
ভেঙ্গেছে সুখের ডানা।

বেধেছি যার ঘর সেই হল স্বার্থপর
ক্ষুদ্র স্বার্থের টানে,
আমার জীর্ণ কুঠিরে শত স্বপ্নের নীড়ে
মরণ আঘাত হানে।

শত অভাব দারিদ্রতায় করেছি মানবতা
দিয়েছি প্রেম সূপেয়,
হৃদয় আগুনে সেকে বুঝেছি জীবন থেকে
দয়া দুর্বলতার জন্ম দেয়।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faizbd1
২৩-০৯-২০২৩ ০১:০৭ মিঃ

বেশ লিখেছিস।