নিষিদ্ধ ফ্রি মিক্সিং
- মোঃ আমিনুল এহছান মোল্লা ০৪-১০-২০২৪

চারিদিকে মুক্তির সংশয়, সভ্যতা ক্রমে ছিন্ন,
ফ্রি মিক্সিং ক্রমে ক্রমে উম্মোচন করেছে ঘৃণ্য।
ঠিক যেমন চুম্বকের বিপরীত শক্তি;
একে অপরের আষর্ণে হয় আসক্তি ।
ফ্রি মিক্সিং এখানে এতোটা ভয়ঙ্কর কৃষ্টি;
তড়িৎ প্রবাহের মতো ক্রমশ নগ্ন দৃষ্টি।
ঘষর্ণে ঘষর্ণে অঙ্গে অঙ্গ হয় আক্রান্ত
এখানে কেউ বিদ্বেষি নয়, এখানে কেউ নয় ভ্রান্ত।
আগুনে মোমাবাতি পুড়ে- এ যদি জানত
চুম্বক বিপরীত মেরুকে আকড়ে ধরে-এ যদি বুঝত
তবে এতো নিষিদ্ধ ফ্রি মিক্সিং হতো না
এতো কাছাকাছি মিশতে দিতো না
মেরুতে মেরুতে গুপ্ত ঘাতকেরা তৈরী
তবু কিছু শয়তানের চ্যালা হয় শুধূ বৈরী।
কেউ শুনুক বা নাশুনুক বলতে হবে বলে যাও
নিষিদ্ধ ফ্রি মিক্সিং চিতার অনল দাউ দাউ !!
------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২২-৯-২০২৩ ইং
***********************

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faizbd1
২৩-০৯-২০২৩ ০১:০৫ মিঃ

বেশ লিখেছেন কবি।