পানকৌড়ি
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

-নীলাম্বরী আমি আবার প্রেমে পড়তে চাই,
আমি তোমার আকাশ ছুঁতে চাই,
যেখানে তোমার নিত্য ওড়াউড়ি,
সেখানে হবো সুতো ছেড়া ঘুড়ি ৷
আমি অরণ্যের স্বাদ নিতে চাই,
তোমার সবুজ পেতে চাই ৷
তোমার প্রান্তরে ছুটতে চাই,
উন্মাদনার ঝোড়ো হাওয়া চাই ৷
তোমার নদীতে ডুবে শিকার করতে চাই,
তোমার সাথে ছন্দ মেলাতে চাই ৷
নীলাম্বরী.....কিছু বলছো না যে?

- তো হঠাৎ এমন চাওয়া কেন শুনি?

- আমি আবার প্রেম করবো,
পানকৌড়ি প্রেম ৷

- পানকৌড়ি?

- হুম ৷

- পানকৌড়ি তোমাদের ম্যাগাজিনের নাম বুঝি?

- ঠিক ধরেছো!

- আমিতো ভাবলাম ......
খুব হিংসে হচ্ছে জানো!

- কেন? হিংসে কেন?

- ইস্! আমি যদি সাহিত্য হতাম !

- হা হা হা ৷

(সংক্ষেপিত)

রচনাকাল: ২২-০৯-২০১৪ইং
সময়: ভোর ছয়টা ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।