শুভকামনা
- নাহিদ সরদার

মাতৃগর্ভে থাকাকালীন সময়ে
ঈশ্বর কানে কানে বলে গেল শুভকামনা,
সেই থেকে শুভকামনায় সুবাসিত জীবন সাজাতে ছুটে চলেছি,
দিনান্তে অশান্তি নিয়ে ফিরে যাই ঈশ্বরের কোলে,
শুঁধু আমি নই, সবাইকে ফিরে যেতে হয়
কেউ কেউ ফিরে আসে হাস্যউজ্বল মুখে
যাদের মুখেতে হাসি লেগে থাকে
তারা আত্মার উন্নতি নিয়ে আসে
সুখ ও অানন্দের মধ্যে থেকে তারা অানন্দ বেছে নেয়।
যারা সুখের ফানুসে ওড়ে
তারা আত্মার মরণ ডাকে
তাইতো দিনান্তে তারাও আমার মতো অসুখি হয়।


২৪-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।