এখানে একটা নদী ছিল
- মো : নাহিদ সরদার ০২-১২-২০২৩
নদীটা চোখের সামনেই জলে গেল
একদিন সামান্য বাতাসে নড়ে উঠতো তার ভাঁজপড়া পেট
কাব্যিক চোখে পরখ করে নিত কবি
বাউলের সুরজুড়ে খেলে যেত উত্তাল তরঙ্গ
বাপ দাদার ভাঙা নৌকায় নদীর কাহিনী লেখা ছিল।
এখন এখানে আছে
কংক্রিট আর কালো পিচের রাস্তা
সেই সাথে সু-উচ্চ দালন, কলকারখানা , স্টেডিয়াম এবং বিনোদন পার্ক সহ কিছু গোলাপি নৃত্য,
এখন বাতাসে উড়ে নদীভস্ম।
চাঁদের আলোয় ভবনের গায়ে বর্তমান দেখে
অতীত নদীর কথা ভুল মনে হয়
তবে সাইনবোর্ডে লেগে থাকা ধুলাবালি সরে গেলেই দেখা যাবে এখানে একটা নদী ছিল।