ধূসর মায়ার জাল
- নাহিদ সরদার ০৪-১১-২০২৪
মা যখন আসরের নামাজ পড়তো
একটা নরম আলোয় ভরে থাকতো ঘর
আমি হারাতাম মগ্নতায়
একটা অবয়ব মায়ের চারিপাশ - আমাকে মতাল করে দিত
সেদিন যখন তোমার হাত ধরে পেরুচ্ছি -ঝাউবন
কী এক মোহনীয় মায়ায় ছেয়ে ছিল চারিপাশ?
বিশেষ করে ঝাউগাছের পাতার আশপাশ - ধূসর মায়ার জাল
আমি হারিয়েছিলাম মগ্নতায় - সেই সময়ের মতো।
২৫/০৯/২০২২
রবিবার, বিকাল : ৪:৩০
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।