চন্দ্রমুখী
- ফয়েজ উল্লাহ রবি
দুঃখ তুমি দিলে যারে সেই যদি হয় সুখি,
কান্না শেষে হাসি মুখে হাসছে চন্দ্রমুখী।
*
দৃষ্টি যতো সৃষ্টি দেখে মুগ্ধ বারে-বার,
কতো সুন্দর স্রষ্টা তিনি কেমন তাঁর বাহার।
*
বাস্তবতা চরম কঠিন দাঁড় করার মুখাপেক্ষী,
কষ্টের দিন যে নষ্ট করে হবে সে সুখের সাক্ষী।
০৯/০৯/২০২৩
২৫-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।