দুঃখগুলো
- ফয়েজ উল্লাহ রবি ০২-১২-২০২৩
দুঃখগুলো এক সুতোতে বেঁধে জীবন নায়ে,
হাজার কষ্ট বুকে চেপে মন সুখের গান গায়ে।
*
কষ্টগুলো কেষ্ট দেবে এই আশাতে বাঁচি,
দুঃখের পরে সুখের দেখা স্বপ্ন বুকে আছি।
*
সুখগুলো আজ অচেনা যে দুঃখ পরম বন্ধু,
শান্ত শান্তির জীবন এখন চরম ভাবে সন্দু।
(সন্দু-অস্থির)
১০ সেপ্টেম্বর ২০২৩
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।