সুখের আশায়
- ফয়েজ উল্লাহ রবি
সুখের আশায় ঘর ছেড়ে আজ দুঃখের কোলে বাস,
দুঃখ যে তার নিত্য সঙ্গী জীবন সর্বনাশ।
*
প্রেমময় জীবন যখন যেমন চলে আপন খোঁজে,
ভালোবাসার মানুষ পেলে সুখ পৃথিবী বোঝে।
*
কোন প্রেমেতে ডুবে থাকো বন্ধ করে আঁখি,
খোদার প্রেমে ডুবলেই তবে শান্তি পেতে থাকি।
*
যতো না সুখ প্রেমের মাঝে বেশিই থাকে দুঃখ,
তবু মানুষ প্রেমেই মজে- প্রেমে থাকাই মূখ্য।
২৫ ভাদ্র ১৪৩০, ১১ সেপ্টেম্বর ২০২৩
২৫-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।