গোধূলি সময় সকলে ঈশ্বর চিনিবার চায়
- নাহিদ সরদার

তরতাজা প্রাণকে বলা হলো
মৃত্যু মানে নাকি
সোজাসাফটা কইল
মানে না
সমস্ত ঈশ্বর ভক্ত ব্যাকা উল্লাসে কইল নাস্তিক।
তরতাজা প্রাণ সম্মতি নেড়ে বলিল
অনিবার্য মৃত্যু মানিনা বলেই বেঁচে আছি।
পক্ব প্রাণকে বলা হল মৃত্যু মনে নাকি
সমস্ত বৃদ্ধ বলিল
আমি মৃত্যু মানি আমি ঈশ্বর মানি
যে কোনো সময় মৃত্যু হবে জানি।
তারপর ওরা প্রত্যকে গমন করল ধর্মশালায়
ওরা মরার জন্য প্রস্তুত হতে হতে শিখেছে ঈশ্বর
ওরা মরার জন্য প্রস্তুত হতে হতে শিখেছে পৃথিবী নশ্বর
ওদের অধিকাংশ সময় কাটে নিস্তব্ধতায়
অবশেষে জানা গেল
নির্দিষ্ট সময় শেষে সকলে মোমিন হয়।
কেবল বাঁচর তাগিদে তাজা প্রাণগুলো ছুঁটে চলে
টকবগে রক্ত পৃথিবীর আনাচে- কানাচে।
ওরাও একদিন ঈশ্বর চিনিবে
মরণ মানিবে
তসবি ধরিবে
গোধূলি সময় সকলে ঈশ্বর চিনিবার চায়।


২৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।