নিরাশায়
- নাহিদ সরদার

দূরপাল্লার গাড়ি চলে যায়
কান ঘেসে বেজে ওঠে রুগী বোঝাই গাড়ির হুঁইসেল
কেঁপে ওঠে বৃদ্ধ মন
একাধারে বলে আপন কোথায়- আপন কোথায়?
পরক্ষণে জানালায় রাখে চোখ
আবার আপন খোঁজে
জনালার বাইরে কবর
বুড়োর বাপ মা সেইখানে আছে

বুড়ো তাকায় নিরবে- চোঁখে বাঁচার আকুতি

বুড়ো খোঁজে - কী খোঁজে খবর নেয়না কেউ

কিছু শব্দ কানে আসে তার

বুড়ো তাকায় আশায়

একটা কুকুর মারে দৌড়।


২৯-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।