কিন্নরী পাইব বলে দ্বিতীয় নামাজে যাই
- নাহিদ সরদার ১১-১০-২০২৪
ঝলমলে আলো এসি ভরা ঘর
নন্দন টাইলসে ঘসি কপাল
ফেরার আগেই ঘুরি আরশে আজিম
ভালোবেসে তিনি দিতে চান একগাদা হুর ও কিন্নরী
তুমুল উৎসাহে বের হই পৃথিবীর পথে
যে পথে গ্যাংগ্রীনধরা পাঁয়ে বসেছে ভিখারি
নাকের উপর একটা গোলাপ ঠেসে
পাশ কেটে যাই দ্বিতীয় নামাজে।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।