পানকৌড়ি প্রেম (১ম ও ২য় অংশ)
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
-নীলাম্বরী আমি আবার
প্রেমে পড়তে চাই,
আমি তোমার আকাশ ছুঁতে চাই,
যেখানে তোমার নিত্য ওড়াউড়ি,
সেখানে হবো সুতো ছেড়া ঘুড়ি ৷
আমি অরণ্যের স্বাদ নিতে চাই,
তোমার সবুজ পেতে চাই ৷
তোমার প্রান্তরে ছুটতে চাই,
উন্মাদনার ঝোড়ো হাওয়া চাই ৷
তোমার নদীতে ডুবে শিকার
করতে চাই,
তোমার সাথে ছন্দ মেলাতে চাই ৷
নীলাম্বরী.....কিছু বলছো না যে?
- তো হঠাৎ এমন চাওয়া কেন শুনি?
- আমি আবার প্রেম করবো,
পানকৌড়ি প্রেম ৷
- পানকৌড়ি?
- হুম ৷
- পানকৌড়ি তোমাদের
ম্যাগাজিনের নাম বুঝি?
- ঠিক ধরেছো!
- আমিতো ভাবলাম ......
খুব হিংসে হচ্ছে জানো!
- কেন? হিংসে কেন?
- ইস্! আমি যদি সাহিত্য হতাম !
- হা হা হা ৷
-অনেক দিন পর তোমার
হাসি শুনছি জানো?
-আমি পানকৌড়ির মত গভীর জলের
মাছ শিকার করছি জানো?
-তাই!
-হুম!
-তো বৃষ্টিতে ভেজাও শুরু
করেছো নিশ্চই?
-জানো? আমার স্বপ্নেরা না ,
পানকৌড়ির পাখায় উড়ছে!
-তো শুধু স্বপ্নই
নাকি বাস্তবে কিছু হলো?
-জানো? আমরা সবাই পানকৌড়ির মত
দল বেঁধে এক
হয়ে হেঁটে হেঁটে বর্তমানে এগোচ্ছি ৷
-আবার পানকৌড়ি!
তাহলে পানকৌড়িতে এমন
কি আছে যা আমার মাঝে নেই!
-কেন? তুমি না একটু আগেই
হিংসে করে বললে?
-মানে?
- সাহিত্য, পানকৌড়ির
মাঝে সাহিত্য আছে আর........
- কি! বলো?
- সাহিত্যের মাঝে আমি আছি ৷
-না! ঠিকই আছে! তাহলে ,আমি কেউ
না তোমার?
- আর আমার মাঝেই তো তুমি!
- থাক হয়েছে আর
মিথ্যে বলতে হবেনা ৷
- আর এজন্যই তো তোমার সাথেই
- আমার সাথে?
- হ্যা তোমার সাথেই
পানকৌড়ি প্রেম করতে চাই ৷
-আচ্ছা একটা জিনিস খেয়াল
করেছো?
- কি?
- তুমি পানকৌড়ি ছাড়া কিছুই
বলছো না!
- আরে পাগলী , কথা তোমার সাথেই
তো বলছি ৷ পানকৌড়ির
সাথে তো বলছি না ৷
- তাহলে তোমার পানকৌড়ির
সাথেই তো কথা বলো যাও ৷
- চলে গেেল কিন্তু
ফিরে আসবো না কখনও!
- ভয় দেখাচ্ছো?
আমি জানি তুমি আমার জন্য
আসবে না ৷ কিন্তু পানকৌড়ির জন্য
তো ঠিকই আসবে ৷
-
তুমি যে আমাকে কিভাবে বুঝতে পারো?
নিজেই জানিনা ৷
- তোমার সাথে পানকৌড়ি প্রেম
করবো যে!
- সত্যিই ?
- বারবার প্রশ্ন করলে কি উত্তর
পাল্টাবে?
শেওরা গাছের ভূত!
- পানকৌড়ি প্রেম
তুমি সত্যি করবে তো?
- আবার প্রশ্ন? এত প্রশ্ন করছো কেন?
- তুমিও
পানকৌড়ি প্রেমে পড়ে গেলে যে আমারও
হিংসা হবে!
- ভালো তো, ভালো না? তুমিও
আমায় বুঝতে পারবে ৷
- আচ্ছা সকাল হয়ে গেলো যে !
- তো কি হয়েছে?
- আজ পানকৌড়ি আড্ডা হবে ৷
- আচ্ছা ৷ আমিও যাবো, তোমার
পানকৌড়ি ডানায় নেবেনা আমায়?
- নীলম্বরী তোমার নীল
ছাড়া কি পানকৌড়ি উড়তে পারে ?
(চলবে )
রচনাকাল:
১ম অংশ২২-০৯-২০১৪ইং
সময়: ভোর ছয়টা ৷
২য় অংশ ২৩-০৯-২০১৪ইং
সময় : রাত দশটা ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।