সবাই আকাশের তারা হবে
- অর্ঘ্যদীপ চক্রবর্তী ০২-১২-২০২৩
তুমি একদিন আমার ছিলে
আজ আকাশে থাকো তারা হয়ে,
একদিন আমিও তোমার মতো আকাশে থাকবো,
সবাই থাকবে- যারা নতুন আসছে তারাও।
ঈশ্বর যেদিন প্রাণ সৃষ্টি করলেন পৃথিবীতে
সেদিন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে,
এভাবেই চলবে-
তাই তো তারার সংখ্যা কত বলা যায় না!
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/০৭/২০২৩
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।