ভালোবাসা/বাসী
- ফয়েজ উল্লাহ রবি

ভালোবাসা হয়না বাসী তাজা থাকে চিরকাল,
টাটকা প্রেমের মিষ্টি মধু কভু পড়েনা আকাল।
প্রেমের মানুষ দূরে গেলে
জীবনে তাই দুঃখ খেলে,
ভালোবাসার মিলন হলে হাসে মন সকাল-বিকাল।

১৬ আশ্বিন ১৪৩০, ০১ অক্টোবর ২০২৩

কবি- রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি) মহোদয়া'কে উৎসর্গ করে।


০২-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।