আমার কাছে তুমি যা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী ২০-০৫-২০২৪

তোমার দিকে তাকিয়ে
আমি মরণকেও করতে পারি গ্ৰহণ;
কারণ, আমার কাছে তো তুমিই দেবী তুমিই ঈশ্বর।

তোমার রূপের আগুন থেকে যদি একটি ফুলকি উড়ে এসে আমায় পুড়িয়ে ছারখার করে দেয় তাও ভালো;
কারণ, আমার কাছে তো তোমার রূপই চাঁদের জ্যোৎস্না।

তোমার চোখের কাজলের অন্ধকারে
আমি অন্ধ হলেও ক্ষতি নেই;
কারণ, আমার কাছে তো তোমার চোখের কাজলই রাত্রি।

তোমার হাসিতে যদি আমি খুন হই তাতেই রাজি;
কারণ, আমার কাছে তো তোমার হাসি ঝর্ণার জলের ধারা।

তোমার গালের কালো তিলে
আমি বন্দি হলেও ক্ষতি নেই;
করণ, আমার কাছে তো ঐ কালো তিল হলো কংসের কারাগার- কৃষ্ণের জন্মস্থান।

তোমার দেহের সৌরভে
আমার ঘ্রাণশক্তি নষ্ট হলেও হোক;
কারণ, আমার কাছে তো তোমার দেহের সৌরভই
আতর।

তোমার লাল ঠোঁটের আকর্ষণে আমি নেশায় বুঁদ হলেও কিছু ভুল নেই তাতে;
কারণ, আমার কাছে তো তোমার লাল ঠোঁট মহুয়া ফুল।

তোমার এলোচুলের আন্দোলনে আমি টুকরো টুকরো হতেও রাজি;
কারণ, আমার কাছে তো তোমার এলোচুলের আন্দোলন স্বয়ং মহাদেবের প্রলয়নৃত্য।

তোমার পা লাল রঙে ভরাতে
আমি শরীরের সব রক্ত ঝরাতে পারি;
কারণ, আমার কাছে তো তোমার পা গোলাপ ফুল-
যার কাঁটাও সহ্য করতে পারি।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩০/০৯/২০২৩
বারুইপুর

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।