দহন
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

অদৃষ্টের অট্টহাসিতে,
অস্পৃশ্যতার ম্লান হওয়া সৌন্দর্য্যে,
রহস্যের মায়াজাল ৷
নিয়মের ফ্রেমে বন্দী ছবিতে,
ইতিহাসের গন্ধে জাগা রাতে,
অবিরত শূন্যতার অশ্রুজল ৷
কথার ফুলঝরি ,
মনের বাহাদুরি,
স্বপ্নের হাতেখরি,
কল্পনার বাবুগিরি,
সব স্তব্ধতার স্বাদ পায় ৷
অজানা প্রলয় ৷
ভাঙ্গে নদীর ঢেউ,
তখনও নেই কেউ ৷
তন্দ্রার ছুটিতে দুর্বোধ্য বিষাদ,
কুড়িয়ে পাওয়া নীরবতার নিনাদ ৷
বুঝবেনা রাজত্বহীন সিংহাসন,
জানবেনা কেন কি কারনে নিশ্বাসে বিষ,
রাখবেনা মনে সে দুষ্টু আস্ফালন,
চিলেকোঠার অাহবানে আগুনের আশীষ ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।