অচেনা নীড়
- মুহাম্মাদ শরিফ হোসাইন
মনে বহু আশা
বহুকাল ধরে
দেহ মরীচিকা
এ অবুঝ,স্থির বিপরীতে।
হবে
না হবে
যাই হউক
না হউক
পরেই হউক
আজ তব জমা হউক
আমার ভাবনা সমস্ত
তোমাদের বুনট স্থাপনার বৈদ্যুতিক ভাঁজে ভাঁজে।
হয়তো
প্রাতের ঝিরিঝিরি বাতাস
উড়াবে আমার কথার পাল।
দুপুরের পুকুর শান্ত করবে
আমার আগুনে ব্যথার পুলকি।
বিভূঁই রাতের বোকা-বোকা সৃতি
ভুলাবে ঘুম-ঘোরে আমার কথা কি?
ভেবে যাবো
ভাবনা যাবোনা রেখে
অস্তিম সূর্যের লালে
সব দিব বিলিয়ে
অচেনা পাখিদের ভিড়ে
অচেনা কোন নীড়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।