একাকী বাসরে
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
আবার একটা শূন্যতার সমুদ্র বুকে নিয়ে
মগজে কৃষ্ণগহ্বর বানিয়ে
আমার চোঁখে ঝর্ণা সাজাতে
এলো চিরসাথী বিনিদ্র আঁধার ৷
একাতীত্বের বিষ্ফোরনে ভষ্মীভুত স্বপ্নের বীজ
আর কখনও উর্বরতা খুঁজবে না মনসিজ,
ভাঙ্গা আয়না গলাতে আসবে না কেউ,
দেখবো না আর কোন প্রেমের জোনাকি ৷
সমান ও বিপরীত প্রতিক্রিয়ার
প্রতিক্ষায় প্রভাতী অনুভূতির অর্ক,
তবুও হবে সময়ের বিতর্ক,
আমি হারিয়ে যাবো অজানায়,
তোমার সীমানার ওপারে ৷
যেখানে আমি আর আমার একাকীত্ব
মধুচন্দ্রিমার অনুমোদিত ভবিষ্যৎ ৷
তুমি হিংসে করোনা ,
নাহলে আবার একাকীত্ব খুব অভিমান করবে ৷
ভালো থাকা ভুলে যেতে নেই ৷
বেঁচে থাকার ঘ্রান ভুলে যেতে নেই ৷
আমি আর আমার এককাত্বী
অস্তিত্বে এভাবেই ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।