তুমি
- আশরাফুন নাহার
বহতা নদীতে তুমি বিস্তীর্ণ বালুচর।
মনের আড়ালে তুমি বেঁধেছ খেলাঘর।
চোখের সমুদ্রে তুমি অনন্ত লহর।
জীবন অচলে তুমি প্রেমের নহর।
প্রজাপতির ডানায় তুমি করেছ ভর।
কবিতার শেষে তুমি প্রেম মধুকর।
রূপকথার দেশে তুমি নীল সরোবর।
রাতজাগা পাখি তুমি ঘুমঘুম ঘোর।
শীতের কুয়াশা তুমি শিশির ভেজা ভোর।
আষাঢ়ে বাদল তুমি বর্ষণে মুখোর।
শ্রাবণ প্লাবন তুমি ঝরছো অঝোর।
শরৎ শুভ্রমেঘ তুমি অতিথি সুন্দর।
বসন্তের কোকিল তুমি বন্ধু সুখকর।
আশার ভাষা তুমি মৃদু মধু স্বর।
কোমল কমল তুমি নীলজলের পর।
সরণির সাথী তুমি পথিকৃৎ মোর।
সন্ধ্যার ছায়া তুমি গোধূলী ধূসর।
সানবাঁধানো ঘাটে তুমি স্বপ্নিল শর্বর।
অবলা হিয়ায় তুমি ব্যথার রত্নাকর।
ছোট্ট ডিঙায় তুমি সোনালী নোঙর।
রঙধনু আভা তুমি গগনে মোর।
উষ্ণ পরশ তুমি কম্পিত অধর।
স্নিগ্ধতা সুবাস তুমি গঙ্গাস্নানের পর।
সুরের মাধুরী তুমি সুরেলা প্রহর।
পিচ ঢালা পথে তুমি নিরব শহর।
আঁধারে ধ্রুবতারা তুমি নিশানা আলোর।
আলোর দিশারী তুমি ধন্য দিবাকর।
নিশিতে প্রদীপ তুমি আধো আলো ঘর।
রাতের জোনাকি তুমি কিরণে উদর।
নয়ন নীলে তুমি সুনীল অম্বর।
মোর কাষ্ঠ কায়ায় তুমি মায়াময় অন্তর।
সাতনুড়িহার তুমি পান্না পাথর।
দেহের ভাঁজে তুমি অলংকৃত নর।
অলক বাঁধনে তুমি গোলাপ আতর।
অনিন্দ্য হিল্লোলে তুমি পিপাসা কাতর।
মোর অঞ্চলে তুমি সুখের আঁচড়।
প্রস্ফুটিত পুষ্প তুমি কাননে অমর।
প্রতিক্ষা শেষে তুমি রচিত বাসর।
কালবৈশাখী তুমি তান্ডব ঝড়।
অশনি ভাঙো তুমি চির ভয়ঙ্কর।
বটের ছায়া তুমি শীতল চাদর।
পুষ্প শয্যায় তুমি পুলকিত আদর।
স্মৃতির ক্যানভাসে তুমি নিঁখুত চিত্রকর।
পূর্ণচন্দ্রিমা তুমি মোর সুধাকর।
মুক্ত বিজনে তুমি মায়াবী শম্বর।
অতুল্য ভুবনে তুমি মোর মনোহর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।