কুশ
- আলমগীর সরকার লিটন ০২-১২-২০২৩
চোখের মধ্যে আগুন
দাঁতের ঘর্ষণে ভাব-
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি
পেটে যায় না বেগুন;
চেয়ে দেখে আমজনতা-
আর আসে না ফাল্গুন!
কত নিজেই জ্বলে পুড়ে
নেই আর হুশ- এভাবে
থাকার চেয়ে হই কুশ;
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
আলমগীর সরকার লিটন
১০-১০-২০২৩ ১৪:২২ মিঃঅনেক শুভ কামনা জানাই
কবি মহী দা !
ভাল ও সুস্থ থাকবেন----
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।