উল্টো পথে
- ফয়েজ উল্লাহ রবি

উল্টো পথে চলো তুমি বিপরীত সব নীতি,
রাতকে দিনে দিনকে রাতে ভুলে যাও সম্প্রীতি।
নিজের খুশি সাজো তুমি রাখনা অন্যের খোঁজ,
যে তোমাকে ভালোবাসে তাকেই রাখো অবুঝ।
যা বলো তা সবই সঠিক আমার শুধুই ভুল,
এমন করলে কেমন বলো ফোটবে প্রেমের ফুল।
কিছু তুমি ধৈর্য্য ধরো বাকী ধরলাম আমি,
এক মনে মিল সাজবে যে দিল ভালোবাসা দামী।

২৫ আশ্বিন ১৪৩০, ১০ অক্টোবর ২০২৩

উৎসর্গ- মো: আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি) কে।


১০-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১১-১০-২০২৩ ০৯:৪৯ মিঃ

বাহ সুন্দর অনেক শুভ কামনা

ফয়েজ উল্লাহ রবি
১১-১০-২০২৩ ১৪:৩২ মিঃ

অসংখ্য ধন্যবাদ কবি।