প্রতারণা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১২-০৫-২০২৪

প্রতারণা করে কেউ হয় না সুখী
প্রভুর কাছে কভু পায়না ছাড়,
দুনিয়াতেই সে ভোগ করিবে
যত ছল কল ঠক প্রতারণার।
আজ যে সরলতায় ধোকা দিয়ে
ভেঙ্গেছো তুমি বিশ্বাসের ঘর,
জেনে রেখো তুমি পার পাবে না
অচিরেই সইবে কঠিন বিপর্যর।
ভেবেছো ঠকিয়ে জিতেছো তুমি
নিচ্ছো প্রশান্তির নিঃশ্বাস,
মনে রেখো তুমি ঠকেছো নিজেই
হারিয়েছো আত্মবিশ্বাস।
শত প্রতারণার ছলা কলায়
করেছো পরের হক নষ্ট,
পথভ্রষ্ট তুমি উভয় জগতে
ভোগ করিবে অসীম কষ্ট।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Sar57ker1981
১১-১০-২০২৩ ০৯:৩৯ মিঃ

সুন্দর বলেছেন
অনেক শুভ কামনা জানাই