ফের রাত
- আলমগীর সরকার লিটন ০২-১২-২০২৩
নেশা নেশা ভোরের ঘুম
এলো কখন স্বপ্ন চোখে প্রেম!
ভাবায় যায় না- সবুজ ঘেরা
আইল পাথার, এমন কি
মন চঞ্চল ঘুড়ি উড়া আকাশ-
আর যমুনার জল থৈ থৈ সাঁতার;
ঘোর ফুঁড়ে যায় দিনের ক্লান্তি
আলোই বিশ্রামহীন- হাত, পা
তবু নেশা কাটা না- ফের রাত
কিংবা যুগের পর যুগ এভাবে থাক।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।