গুন গুন গুঞ্জরনের গান ৪
- আশরাফুন নাহার
বড় সাধ ছিল তোমার মনের সিঁড়ি বেয়ে
যাব মেঘপাড়ায়॥
শরতের এক আকাশ মেঘডালা সেজে
ডাকে ইশারায়।
আমি যাব মেঘপাড়ায়।
বড় সাধ ছিল তোমার মনের ঝুমবৃষ্টিতে
ভিজব সারারাত॥
আঁধারের আঁচল সরিয়ে
উঁকি দেবে চাঁদ।
আমি ভিজব সারারাত।
বড় সাধ ছিল তোমার মনের বিশালতায়
হব রাঙাঘুড়ি॥
নাটাই সুতো তোমার হাতে আমি দেশান্তরী।
আমি হব রাঙাঘুড়ি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।