আর ডেকো না আমায়
- আশরাফুন নাহার

সে তো বুঝল না,এত কথার সারাংশ,
এতদিন কতভাবেই তো বোঝালাম তবু সে বুঝল না,
কেন ডাকে?
কেন ডাকে আমায়?
আমি তো সাড়া দিতে পারি না,আমার কণ্ঠের হারে আজ অবরুদ্ধ শ্বাস,
সে কী তা জানে না।
তবে কেন ডাকে? কেন?
কেন এভাবে আমায় ডাকে?
সে কী জানে না আমার কাদামাটি মন আজ স্নেহের কাছে হার মেনেছে,পরাজিত আজ ভালবাসার কাছেও,
আমি স্বেচ্ছায় শেকল পরেছি পায়,যাব না আর বনেতে,
দৃষ্টির সীমাও বাঁধা পড়েছে স্নেহে,আজ আমি ভীষণ অসহায় মনে মনে,
তার ডাকটুকু শুনে।
প্রতিজ্ঞার ঘর ভাঙব না বলে আমি বড়ো অসহায়,
"আর ডেকো না আমায়।"


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।