আপসহীন
- আলমগীর সরকার লিটন ০৪-১১-২০২৪
আকাশ আজ আপসহীন-
কালো মেঘ নেই তবু বৃষ্টি;
জলতরঙ্গ দেখে ভয় নেই
সাঁতার জানে! মাঠের ফসল
সোনালি, নবান্ন শুরু হবে-
সাহস রাখো রক্ত ঝরে ঝরে
মৃত্যু একবারই, বার বার নয়
ধূসর দেখো না আর মাটি;
এখন মাটির গায়ে খুব উর্বর
যে কোন ফসল হবে চাষা।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।