চাঁদের বুড়ির চিঠি....৭
- আশরাফুন নাহার - চিঠি কথা
আমি দূর থেকে দেখলাম তোমাকে কিন্তু কিছু বলতে পারলাম না,
আমার না পারার কারন হয়ত তুমি জানো না,
জানার মধ্যেও কিছু ভুল আছে তোমার।
আমার এই চিঠির সহজ দুর্বোধ্য ভাষা তুমি ছাড়া আর কেউই বুঝবে না।
তোমাকে নেভীব্লুতে বেশ লাগে,তুমি রঙিন থেকো আজীবন,
অগোছালো হয়ে গেছ অনেক,বারবার বলেছি দেবদাস আমার পছন্দ না,
তার পরেও,
হয়ত আমার ভাবনাতেও ভুল আছে,
মাঝে মাঝে কাউকে নিজের মতো করে ভাবতে ভালো লাগে,
অনেক তো দেখেছি,কত কিছুই তো হয়েছিলো আগে।
শীমফুলের বৃন্ত ছেড়ে দুটি পাপড়ি দুদিকে ঝরে যায়,
যদিও তারা কিছুকাল জড়িয়ে থাকে জোড়াকাঁথায়,
তোমাকে বিশেষ কিছুই বলব না,চিঠিটা পড়বে জানি তাই সব লাজুক কথাগুলো এসেও ফিরে ফিরে যায়,
লাজ লালরেখা নেই এখন আছে শুকনো পাতার গুঁড়ো হওয়ার মুরমুর শব্দটা,
তুমিও শুনতে পাবে কান পেতে যদি শোন শুনবে চাঁদের বুকে নিস্তব্ধতা।
কী লিখেছি জানি না,কী বোঝাতে চেয়েছি তাও অজানা,
পাগলের প্রলাপ ভেবে ক্ষমা করে দিও।
আর খুউউব ভাল থেকো।
ইতি
তোমার
পাগলী বুড়ি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।