আমার পৃথিবী ভ্রমণ
- আশরাফুন নাহার

হাঁটতে হাঁটতে শতবর্ষ পিছে ফেলে এসেছি,জানি না কতবর্ষ আছে যে বাকি!
নিদারুন অন্তহীন আমার এই পথটা কী!
আমি দেখিনি সিন্ধুতল,
দেখেছি বিন্দুজল
সেই আঁখিতলে।
আঁখির ছায়া কেঁদেছে সারানিশি,কেঁদেছে স্বপ্ন ভেঙেছে বলে।
আমি শুনিনি সুখিনী সুর,
শুনেছি তা বহুদূর
সেই সুখতলে
আমি বাঁধিনি তো নিশি ভোর।
আমার নিজেরই ছায়া বলে
"সময় যে ভারী কালো,তোমারে লাগে না ভালো,আমি ছেড়ে যাব ভূমিতলে।"
আমি চলেছি,শতবর্ষ ছেড়ে
চুম্বক টানে লোহার মতো চলেছি মৃত্যুকোলে। আকাশে উড়ে পাতালে খুঁড়ে চলেছি,
আমার বিশ্বঠোঙায় পুরেছি কিছু অর্থহীন মুহুর্ত,
আর কিছু ভাঙা স্বপ্নপিন্ড।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।