প্রেমের বাণী
- ফয়েজ উল্লাহ রবি

তোমার প্রেমে ডুবতে বারণ জানি না তার কারণ,
ভীষণ তোমায় করছি স্মরণ স্বপ্নেই করি বরণ।
*
যে মজেছে প্রেমের যাদু তার চোখে সব ভালো,
শতো ভুলে সবই চলে তার কাছে সব আলো।
*
যখন তুমি ডুবে থাকো প্রেম সাগরের জলে,
বাঁচার আশা একটু থাকে বাকী ভাগ্যফলে।
*
আবেগ তোমার উতরে পড়ে প্রেমের লীলা-খেলা,
ভাবনাতে তার পাগল হয়ে কাটে তোমার বেলা।
*
প্রেম অনলে না দিতে ঝাঁপ করছে কতো বারণ,
দুঃখ শেষে কান্না বেশে এইতো ছিলো কারণ।

০২ আশ্বিন ১৪৩০, ১৭ সেপ্টেম্বর ২০২৩


১৫-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।