প্রেমের বাণী-দুই
- ফয়েজ উল্লাহ রবি

তোমার প্রেমে মগ্ন ছিলাম ভাবনাতে তুমি শুধু,
দুঃখ ব্যথায় সিক্ত হলাম স্মৃতিতে কান্নার মধু।
*
পড়লে প্রেমে প্রেমিক যুগল ভুলে দুনিয়াদারি
ভালো-মন্দ জ্ঞানের লোপে করছে মারামারি।
*
প্রেমের ব্যথা মধুর লাগে দুঃখে লাগে খুশি,
কান্না চোখে অশ্রু ঝরে প্রেয়সি নয় দোষি।
*
প্রেম তোমাকে ঘর ছাড়ালো করলো পথের পথিক,
নতুন মোড়ে জীবন দোলে পথ ভুল কিংবা সঠিক।
*
গভীর রাতে স্বপ্ন পাতে রাখছো তারে মনে,
তার ভাবনায় দিবা-নিশি থাকছো যে আনমনে।

০২/০৩ আশ্বিন ১৪৩০, ১৭/১৮ সেপ্টেম্বর ২০২৩


১৫-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।