প্রেমের বাণী-তিন
- ফয়েজ উল্লাহ রবি

চাওয়া যখন সবই পূরণ হচ্ছে ফিকে ইচ্ছে,
হারানোর ভয় ব্যথার মালা কেউ কি তাকে দিচ্ছে।
*
যা কিছু চাও সবই তোমার এমন কিন্তু নয়,
এই পৃথিবী ক্ষুদ্র সময় জীবনেরই ক্ষয়।
*
কান্না যখন দু'চোখ জুড়ে প্রেম বেদনার ফলে,
স্মৃতিতে সুখ হাতড়ে বেড়াই দুঃখবাদের দলে।
*
বিরহের গান কে গেয়ে যায় বেনামী এই সুরে,
দেখা দিয়ে ফের সরে যায় থাকে শুধুই দূরে।
*
ভীষণ তোমায় পড়ছে মনে থাকো যখন দূরে,
তোমার নামের গান গেয়ে যাই বেসুরা এই সুরে।

০৩ আশ্বিন ১৪৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৩


১৫-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।