দুঃখের বাণী-এক
- ফয়েজ উল্লাহ রবি
সব কিছু যার হারাই গেছে তার কীসের আর ডর,
দুঃখ্টা তার থাক না সঙ্গী; কান্না জীবন ভর।
*
দুঃখ যে তার জীবন সঙ্গী তারে আর দেবে কতো,
কান্না বুকে হাজার কষ্টে তার লক্ষ আঘাত ক্ষত।
*
এক জীবনের কান্না যতো মানব মনের ক্ষত,
দিন বদলের পালায় সুখের ছোঁয়ায় হয় যে গত।
*
যার জীবনে দুঃখই শুধু কান্না চিরসাথী,
সুখ নামের ঐ সোনার হরিণ জ্বালেনা তো বাতি।
*
০৪ আশ্বিন ১৪৩০, ১৯ সেপ্টেম্বর ২০২৩
১৫-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।