বলব না আমি তোমায়
- আশরাফুন নাহার
বলব না আর একটি বার আমার সাদা আকাশে নীল তরঙ্গ ঢেলে দাও,
বলব না আর শুকনো কৃষ্ণচূড়ার ডালে আগুন ধরিয়ে দাও,
বলব না কখনও গন্ধহীন রক্তজবাটায় খুশবু মেখে দাও,
বলব না তোমার হৃদয়ের বেলাভূমি থেকে একটা মুক্তোঝিনুক কুড়িয়ে দাও,
বলব না কলার ভেলা বানিয়ে নিয়ে চলো নতুন এক যমুনার মাঝে যেখানে ডুবে যাব,
বলব না অবুঝ মন নিয়ে একশত বার ভালবাসি বলো।
বলব না কিছুই যখন না বলা কথার বর্ণমালাটা ভাষাহীন চোখে জল হয়ে টলমল করে,
বলব না কিভাবে মূল্যহীন মুহূর্তগুলো মহাকালের গ্রীবায় আত্মাহুতি দেয়,
বলব না আর কোনোদিন তোমার ফেলে যাওয়া নিঃশ্বাসকে ধরে রাখতে এখনো মনের জানালা বন্ধ থাকে,
বলব না তুমি ফিরে এসো অতীতের কোনো চিরপরিচিত পথে যেখানে হারাতাম প্রতিবারই,
বলব না হাতের তালুতে আমার নামে তাজমহলের মতো ইতিহাস গড়ে দাও,
বলব না এই দ্বীপের অবাধ্য সলতে টাকে ফুঁ দিয়ে নিভিয়ে দাও,
বলব না তোমার সবচেয়ে প্রিয় গানের অন্তরায় আমায় গেঁথে নাও,
বলব না আমি রোজ তোমার হৃদয়ের আশেপাশে ব্যথার পর্বতে সুপ্তানল রেখে আসি কেন,
বলব না আত্মভোলা আমি তোমায় এত টা ভালবাসি কেন,
বলব না আমি কিছুই বলব না তোমায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।