নির্ঝরে মুগ্ধতা
- নাহিদ সরদার

জ্বালার যতনায় ব্যথা দিতে তারে
ব্যথিত হয়েছি পিছে
ভালোবাসা সেতো ঝিনুক সুপ্তি
ভুলার ইচ্ছেটা মিছে।
যেটুকু তাঁর নিতে পেরেছি
পিঞ্জরে পুষে রাখি
দ্বিগুণ প্রেমে আত্মায় বাঁধা
যেটুকু রয়েছে বাকি।
হোক না সে দুঃখ মেঘের আড়াল
না গেল তারে পাওয়া
হৃদয় কুঠিরে নিত্য চলে
সত্য সে আসা যাওয়া।
ভুলবার লোভ কে না পায়
চেষ্টা চলেছে বৃথা
পরিচিত সে জনম জীবন
নির্ঝরে মুগ্ধতা।


১৬-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-১০-২০২৩ ১০:২৪ মিঃ

বাহ সুন্দর