দেখে না রক্ত
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

রক্ত দেখতে আনন্দবোধ করি
কত ধরনের অস্ত্র ব্যবহার!
হাসতে হাসতে রক্ত ঝরাই-
উপায় নাই; তবু বিবেক
নদীর স্রোত বয়- পশুত্বের
দেখি জয়- আহা মানবতা
ব্যবসার পুঁজি হাত, পা, নখে
রক্ত লাভ নয় তো ক্ষতি
প্রভুর চোখ এখন অন্ধ-
দেখে না বান্দার রক্ত।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।