তোদের তরে
- আশরাফুন নাহার

একদিন দুইদিন তিনদিন করে আজ পেরুলো বছর,
তোরা তো আর খবর নিলি না!
এতদিন গেল কথাছাড়া একটা ফোনও দিলি না।

এতটাই দূরে থাকিস তোরা যে আমার চশমা চোখ তোদের দেখতে পায় না,
অথচ তোদের দেখব বলে পরিষ্কার করে রাখি চোখের আয়না।

কিন্তু হায়!আমার স্মৃতিকাতরতার অজস্র ধ্বনির প্রতিধ্বনি কেবল আমিই শুনেছি,
একে একে তোদের সবগুলোর সাথে আড়ি নিয়েছি।

দূর থেকে কী বলব আর?
জানি আমার কথা শোনার নেই একফোঁটা অবসর।
শুধুই শুভকামনা ভালো থাকিস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।