আমাদের ছোট্র রাসেল
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বঙ্গ মাতার স্নেহের কোলে ১৮ অক্টোবর মাসে,
আমাদের ছোট্র রাসেল আসল হেসে হেসে।
সোনার বাংলার স্বপ্ন বুঁনে তাঁর বুকে ধরি.
ছোট্ট রাসেল মিষ্টি হেসে ভাসত মুজিব তরী।
প্রাণবন্ত দুর্বার সে কোথাও নেই কাঁদা
চৌদিকে ফুটতো সে ফুলের মতো সাদা।
সে আমাদের ছোট্ট রাসেল ,নব স্বপ্নের প্রাণ,
লক্ষ শহীদের রক্তে পাওয়া সোনার বাংলা গান।
সেই রাসেল শিকার হয় হায়েনা শুকুনের ঝাঁক !
পিতার মত বুক চিরে ঘাতক বুলেটের হাঁক।
তুমি নাই, তুমি আছো রক্তে রক্তে আঁকা,
সোনার বাংলার ছায়া তলে নদীর বাঁকে বাঁকে।
-----------------------------------------------
আমাদের ছোট্র রাসেল
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৮-১০-২০২৩ ইং
***********************
১৭-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।