বিচিত্র মন
- আশরাফুন নাহার

বিচিত্র মানুষের মন,
কত যে বিচিত্র রঙ-বেরঙের ফানুসে
ভরেছে এ ভুবন!
এত রঙের মনের মাঝে কালো,
খুব কালো,
কুচকুচে কালো,
রগচটা মেঘকালো,
রাত্রী আঁধার কালো,
কূলকলঙ্ক কালি কালো,
কুচক্রি কালো থেকেও কালো,
এ যে ভীম কালো,
কালো আমার মন।
সূর্য নেই বলে কালো,
সুখ নেই তাই কালো,
আলো খেকো কালো,
তুমি নেই বলে
তার এই কালো থাকাই ভালো।
দূর থেকে দেখি পেছনে
ঐ বহুদূরে তুমি
আমার রাণীগোলাপী
মন নিয়ে খেলছ-
মনটি আমার আহারে,
আহারে কত সুন্দর এক পেখমী কলাপী!
গাঢ়বেগুনীতে বিজলী চমকায়,
আবার ক্ষণেই লজ্জারাঙা লালরুপে ঝমকায়।
তোমার মনও সাদা পালকে
একগুচ্ছ শান্তিপায়রা মত-
রিমঝিম নুপুরের নিক্কনে
বৃষ্টি আসে কত!
সব রঙ মাটিতে মিলায়
রাত্রী নামে অতীতে,
সুখরঙ কেড়ে নিতে।
আর সেই কালোরাত
রাঙা ভোর হল না তো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।