বিখ্যাত বনাম নির্বাসিত
- নাহিদ সরদার
একপাশে পড়ে আছে প্যান্ট, বেল্ট, মোজা
অন্যপাশে রক্ত জমানো শরীর
খোলা স্তন, এলোচুল, রক্তমাখা যোনি
তার বামপাশে ছেঁড়া একটা গোলাপ
স্থির চোখের চাহনি দেখে বোঝা যায়
শরীরটা এখনও মরেনি
চিত্রকর তার চোখে প্রতিবাদ লেখননি
কেবল হারমানা কিছু রঙ তার সমস্ত শরীরে লাগিয়ে বিখ্যাত হয়েছেন।
এদিকে যে ছবিটা এঁকে মেয়েটা নির্বাসিত হল
সেটি চিত্র এমন-
ঝোপের এক কোণায় পড়ে আছে লুঙ্গি, টুপি, পৈতা
চিৎ হয়ে আছে উলঙ্গ শরীর
পাশে ধ্বস্তাধস্তি করা মেয়ের জ্বলন্ত চোখ
হাতের ছুঁরিটা শিশ্নের গোড়ায়
অাধাকাটা শিশ্ন নিয়ে বিকৃতি কাতরাচ্ছে পুরুষ
এতোটা ভয়ার্ত রঙ কেন দিল পুরুষের গায়- অপরাধ।
২১-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।