মরীচিকার গন্ধ
- আলমগীর সরকার লিটন ০২-১২-২০২৩
রঙধনু আকাশের পথে হেঁটে
যাওয়ার চেয়ে- বর্তমানে হাঁট;
সব কিছুর গন্ধ নাকে যেনো
সাল্লি ধানের পোলা, পায়েস
আর কত কি? সবকিছু জুড়ে যাবে;
দ্রব্যের ঊর্ধ্বগতি বুঝ, বাজারে যাও
শাক সবজি চাল ডাল কিনো
এভাবে মরীচিকার গন্ধ পাবে,
তাতে কি- বেঁচে তো আছো;
সময় দেখো কত বির্তকের জন্ম
মন্দ কাজ করেই যাই- ভাল চিনি না-
তাতে কি হেঁটে যাই মরীচিকার গন্ধ পাই।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।